চট্টগ্রাম জেলায় আজ আরো ১১ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৬২ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।
আজ রবিবার (২৬ এপ্রিল) রাতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ১০০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে চট্টগ্রাম জেলায় আজ ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে ৭ জন মহানগরের, সাতকানিয়া উপজেলার ২জন ও ১ জন করে মিরসরাই ও বোয়ালখালীর । এছাড়াও বৃহত্তর নোয়াখালীর লক্ষ্মীপুরের একজন করোনা শনাক্ত হয়েছেন।
আরো পড়ুন: রেস্তোরাঁগুলো ইফতার বিক্রি করতে পারবে কাল থেকে
প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল চট্টগ্রামে সর্বপ্রথম দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল ওই রোগীর ছেলে শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন, ১৯ এপ্রিল চারজন, ২১ এপ্রিল এক শিশু, ২৩ এপ্রিল তিনজন ও ২৪ এপ্রিল একজন করোনা রোগী শনাক্ত হয়। শনিবার (২৫ এপ্রিল) দুইজন ও সর্বশেষ রবিবার(২৬ এপ্রিল) ৭জন করোনা রোগী শনাক্ত হয়। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
চস/সোহাগ