চট্টগ্রাম জেলায় আজ আরো ১৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৯৭ জনে। ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেসের (বিআইটিআইডি) হাসপাতালে নমুনা পরীক্ষায় এ ফলাফল পাওয়া গেছে।
আজ রবিবার (৪ মে) রাতে স্বাস্থ্য অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির এ তথ্য নিশ্চিত করেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, বিআইটিআইডি হাসপাতালে ল্যাবে আজ মোট ২৪৩টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ২২ জনের ফলাফল পজিটিভ আসে। এদের মধ্যে চট্টগ্রাম জেলার ১৬ জন। এছাড়া অপর ৬জন বৃহত্তর নোয়াখালীর বাসিন্দা বলে জানা গেছে।
আরো পড়ুন: দেশে ১০৬৩ জন করোনা থেকে সুস্থ হয়েছেন
প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল চট্টগ্রামে সর্বপ্রথম দামপাড়ায় করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। এর দুইদিন পরেই ৫ এপ্রিল ওই রোগীর ছেলে শনাক্ত হন। ৮ এপ্রিল তিনজন, ১০ এপ্রিল দুইজন, ১১ এপ্রিল দুইজন, ১২ এপ্রিল পাঁচজন, ১৩ এপ্রিল দুইজন, ১৪ এপ্রিল ১১ জন, ১৫ এপ্রিল পাঁচজন, ১৬ এপ্রিল একজন, ১৭ এপ্রিল একজন, ১৮ এপ্রিল একজন, ১৯ এপ্রিল চারজন, ২১ এপ্রিল এক শিশু, ২৩ এপ্রিল তিনজন, ২৪ এপ্রিল একজন, ২৫ এপ্রিল দুইজন, ২৬ এপ্রিল সাতজন, ২৭ এপ্রিল নয়জন, ২৮ এপ্রিল তিনজন, ২৯ এপ্রিল চারজন, ৩০ এপ্রিল একজন, ১ মে তিনজন, ২ মে তিনজন এবং সর্বশেষ ৪ মে ৫জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত এক শিশুসহ মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে।
চস/সোহাগ