৩৬ হাজার ইয়াবাসহ কক্সবাজারে এক যুবককে আটক করেছে র্যাব-১৫। গতকাল সোমবার (১১ মে) জেলার টেকপাড়ায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। আটককৃত যুবকের নাম ইউসুফ প্রকাশ মামুন (৩৭)। সে সদরের খুরুশকুল মনুপাড়া এলাকার হাজী জহির আহাম্মদের ছেলে।
র্যাব-১৫ এর সহকারী পরিচালক মিডিয়া আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, গোপন সংবাদ পেয়ে শহরের টেকপাড়ার কক্সবাজার গ্রাম স্কুল সংলগ্ন মরহুম নুরুল আলমের বাড়ির ভাড়াঘরে অভিযান চালিয়ে মামুন নামের ওই যুবককে আটক করা হয়। পরে তার কাছ থেকে আনুমানিক দুই কোটি টাকা মূল্যের ৩৬ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় র্যাবের উপস্থিতি টের পেয়ে সেখানে থাকা অপর এক মাদক ব্যবসায়ী পালিয়ে যায়। পলাতক মাদক কারবারিকে ধরতে আরও অভিযান চালানো হবে বলেও জানান তিনি।
চস/ আজহার