চট্টগ্রাম জেলায় করোনাভাইরাসে আক্রান্ত আরও ৪৭ জন রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চট্টগ্রামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছেন ৩৩৩ জনে। চট্টগ্রামের দুটি ল্যাবে সর্বমোট ৩১০টি নমুনা পরীক্ষায় এ ফল পাওয়া গেছে। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।
তথ্য মতে, রবিবার (১০ মে) ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল এন্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) হাসপাতালের ল্যাবে ২৩৪টি নমুনা পরীক্ষা করা হয়। তার মধ্যে ৩৯ জনের ফলাফল পজেটিভ আসে। এর মধ্যে চট্টগ্রামের ৩১ জন ও বৃহত্তর নোয়াখালীর ৮ জন রয়েছেন।
এছাড়া চট্টগ্রাম মেডিকের কলেজ (চমেক) হাসপাতাল ল্যাবে পরীক্ষা করা ৫৬টি নমুনার মধ্যে ১৫ জনের ফলাফল পজেটিভ এসেছে। তার মধ্যে চট্টগ্রাম নগরীতে ১৩ জন ও বিভিন্ন উপজেলার দুইজন রয়েছেন।
অপরদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত ল্যাবে চট্টগ্রামের লোহাগাড়ার উপজেলার এক করোনা রোগী শনাক্ত হয়েছে বলেও চট্টগ্রাম সিভিল সার্জন নিশ্চিত করেছেন।
প্রসঙ্গতঃ গত ৩ এপ্রিল থেকে গতকাল পর্যন্ত মোট ২৮৬ জন করোনা রোগী শনাক্ত হন। এদের মধ্যে এখন পর্যন্ত মোট ১৯ জন করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। আর সুস্থ হয়েছেন ৬৭ জন।
চস/ আজহার