spot_img

৬ই পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২১শে ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

ডেস্ক রিপোর্ট

সর্বশেষ

হান্নান মাসউদকে হত্যার হুমকি, মূলহোতা গ্রেপ্তার

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম মুখ্য সমন্বয়ক ও নোয়াখালী-৬ (হাতিয়া) আসনের দলীয় প্রার্থী আবদুল হান্নান মাসউদকে সামাজিক যোগাযোগ মাধ্যমে হত্যার হুমকি প্রদানের অভিযোগে মূলহোতা ইসরাত রায়হান অমিকে আটক করেছে পুলিশ।

আটক ইসরাত রায়হান অমি হাতিয়ার চরঈশ্বর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদের ছেলে।

উপজেলার চরঈশ্বর ইউনিয়নের নন্দ রোড থেকে তাকে শনিবার (২০ ডিসেম্বর) রাত ১২টার দিকে আটক করা হয় বলে হাতিয়া থানার ওসি মো. সাইফুল আলম জানিয়েছেন।

এর আগে গত ১৮ ডিসেম্বর রাতে হান্নান মাসউদের চাচা হাতিয়া উপজেলা জাতীয় নাগরিক পার্টির প্রধান সমন্বয়কারী শামছল তিব্রিজ হাতিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

জিডিতে উল্লেখ করা হয়, গত ১৮ ডিসেম্বর সন্ধ্যায় ‘রুপক নন্দী’ নামের একটি ফেইসবুক আইডি থেকে আবদুল হান্নান মাসউদকে প্রকাশ্যে হত্যার হুমকি দেওয়া হয়। এছাড়া একই দিন বিকালে ‘Israt Raihan Ome’ নামের আরেকটি ফেইসবুক আইডি থেকে এনসিপির এক কর্মীর মেসেঞ্জারে বার্তা পাঠিয়ে হান্নান মাসউদ ও তার সহযোগীদের ভয়ভীতি প্রদর্শণ ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়।

জিডিতে সাত জনের নাম উল্লেখ করা বলা হয়। তারা হলেন- হাতিয়ার কান্তি লালের ছেলে রুপক নন্দী (২৫), চর ঈশ্বর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবদুল হালিম আজাদ (৪৬), তার ছেলে ইসরাত রায়হান অমি (২৭), সঙ্কর চন্দ্রের ছেলে প্রেম নাল (২৫), তোফায়েল সেরাংয়ের ছেলে নুর হোসেন রহিম (২৬), সঙ্কর চন্দ্র দাসের ছেলে বাবুলাল (৩২) ও বেলায়েত হোসেনের ছেলে ওমর ফারুক (৩২)।

ওসি সাইফুল আলম বলছেন, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) প্রার্থী আবদুল হান্নান মাসউদকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগে দায়ের করা সাধারণ ডায়েরিতে ইসরাত রায়হান অমির নাম রয়েছে।

অপরাশন ডেভিল হান্টের চলমান অভিযানে অমিকে আটক করা হয়েছে। তাকে আদালতে হাজির করা হবে বলে জানান এ পুলিশ কর্মকর্তা। সূত্র: বিডি জার্নাল

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss