spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চবি কলা অনুষদ ভবনে আগুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) কলা অনুষদ ভবনের তিন তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে৷

মঙ্গলবার (০৯ জুলাই) সকাল এগারোটার দিকে এ ঘটনা ঘটে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

আগুন লাগার বিষয়টি নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় সহকারী প্রক্টর রেজাউল করিম বলেন, রুমের এসির ভেতরের ফ্যানে আগুন লাগে। ছাত্রছাত্রীরা মিলে আগুন নেভানোর চেষ্টা করে। তখনই আগুন নিয়ন্ত্রণে আসে। তবে নিশ্চিত হওয়ার জন্য ফায়ার সার্ভিসকে খবর দেয়া হয়।

ক্ষয় ক্ষতির পরিমাণ জানতে চাইলে তিনি বলেন, একটি প্রজেক্টর আর এসি নষ্ট হয়ে গেছে। প্রায় তিন লক্ষাধিক ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন লাগার আগে ওই কক্ষে একটা ক্লাসও অনুষ্ঠিত হয়েছে বলেও জানান তিনি।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বেলা ১১টার দিকে কলা ভবনের তৃতীয় তলার ৩১৫ নং কক্ষে আগুন লাগে। এতে তিন তলা ধোঁয়ায় আচ্ছন্ন হলে শিক্ষক-শিক্ষার্থীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে হাটহাজারী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেস্টা করে। তবে হাটহাজারী ফায়ার সার্ভিসের দায়িত্বরত কোন কর্মকতা এ ব্যাপারে কোন বক্তব্য দেননি।

 

 

 

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss