spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

একদিনে সর্বোচ্চ করোনা রোগী শনাক্ত চট্টগ্রামে

চট্টগ্রামে একদিনে রেকর্ড সংখ্যক ২৮০ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা ৬ হাজার ৯৭৭ জন।

মঙ্গলবার (২৩ জুন) ৯৯১ জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ২৮০ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি জানান, চট্টগ্রামে সর্বমোট ৯৯১ জনের নমুনা পরীক্ষায় আরও ২৮০ জনের দেহে করোনাভাইরাস পজিটিভ পাওয়া গেছে।

নতুন শনাক্তদের মধ্যে নগরের ১৫৫ জন এবং বিভিন্ন উপজেলার ১২৫ জন। এর মধ্যে সবচেয়ে বেশি ফৌজদারহাটের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেসে (বিআইটিআইডি) শনাক্ত হয়েছে। সেখানে ২৭৯ জনের নমুনা পরীক্ষা করে ৭৪ জনের দেহে করোনা পজিটিভ মিলেছে। যাদের মধ্যে ৩৩ জন নগরের ও ৪১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss