নগরীর বন্দর থানাধীন মধ্যম হালিশহরের আজিজ মিয়া মসজিদ এলাকায় কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে সতের বছর বয়সী মো. সাগর নামের তরুণ খুন হয়েছে। আহত হয়েছেন রাজু নামের আরো একজন। সাগরকে স্থানীয়রা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। অপরদিকে রাজু চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
শুক্রবার (২৬ জুন) রাত ১০টার দিকে টমটম গাড়ির সিটে বসাকে কেন্দ্র করে অপ্রত্যাশিত এ ঘটনা ঘটে।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি সিভয়েসকে নিশ্চিত করেন।
সুকান্ত চক্রবর্তী বলেন, টমটম গাড়ীতে বসাকে কেন্দ্র করে কয়েকজন যুবকের মধ্যে কথা কাটাকাটি হয় এবং ছুরিকাঘাতের ঘটনা ঘটে। একপর্যায়ে সাগর নামের এক তরুণ নিহত এবং কয়েকজন তরুণ আহত হয়। ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠোনো হয়েছে। বিস্তারিত পরে জানা যাবে।
চস/আজহার