spot_img

৩রা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১৯শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অস্ত্র ও ইয়াবাসহ “গুলি রাজু” আটক পটিয়ায়

পটিয়া পৌরসদরে অভিযান চালিয়ে দেশীয় তৈরি অস্ত্র ও ইয়াবাসহ ছিনতাইকারীর প্রধান হোতা মোঃ রাসেল প্রঃ গুলি রাজু প্রঃ রাশেদুল ইসলাম (২৭) কে গ্রেফতার করেছে থানা পুলিশ।

গতকাল শুক্রবার (৩ জুলাই) রাতে পৌরসদরের ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

পটিয়া থানা সূত্রে জানা যায়, দীর্ঘদিন থেকে পটিয়াসহ দক্ষিণ চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ছিনতাই, মাদক, অস্ত্র ব্যবসাসহ বিভিন্ন ব্যবসা করে আসছে মোঃ রাসেল প্রঃ গুলি রাজু প্রঃ রাশেদুল ইসলাম। অভিযান চালিয়ে ইন্দ্রপোল এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গুলি রাজুর স্বীকারোক্তি মূলে শুক্রবার রাতে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেশীয় তৈরী লোকাল গান (এলজি) একটি অস্ত্র ও ২০৫ পিচ ইয়াবা উদ্ধার করা হয়।

পটিয়া থানার উপ-পরিদর্শক নুরুল আমিন জানান, অভিযান চালিয়ে ছিনতাইকারীর প্রধান হোতা মোঃ রাসেল প্রঃ গুলি রাজু, প্রঃ রাশেদুল ইসলামকে গ্রেফতার করা হয়েছে। তার বসত ঘর থেকে একটি এলজি ও ২০৫ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করে আদালতে প্রেরণ করা হয়। এছাড়া তার বিরুদ্ধে ছিনতাই, মাদক, অস্ত্রসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss