খাগড়াছড়ির রামগড়ে ওমর ফারুক (২৫) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে উপজেলার কালাডেবা এলাকায় এ হত্যাকাণ্ড ঘটে।
নিহত ওমর ফারুক রামগড় সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন। বর্তমানে চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায় একটি বেসরকারি কোম্পানিতে চাকরি করতেন তিনি।
আরো পড়ুন: চমেকে ছাত্রলীগের দুই পক্ষে দফায় দফায় সংঘর্ষে আহত ১০
ওমর ফারুকের বাবা আলী নেওয়াজ জানান, ওমর ফারুক কয়েক দিন আগে বাড়িতে আসে। শনিবার রাত ১১টায় কালাডেবা বাজার থেকে বাড়ি ফেরার পথে সন্ত্রাসীরা তাকে কুপিয়ে আহত করে ফেলে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে রামগড় হাসপাতালে ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে রাত সোয়া ২টার দিকে তার মৃত্যু হয়।
এ বিষয়ে রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সামসুজ্জামান বলেন, অজ্ঞাতনামা সন্ত্রাসীরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। তবে এখনো কেউ মামলা করতে আসেনি।
চস/স