কক্সবাজারের টেকনাফ উপজেলায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। নিহতের নাম রশিদউল্লাহ (২৭)।
র্যাবের দাবি, নিহত রশিদউল্লাহ রোহিঙ্গা ডাকাত। তিনি পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দল খালেক গ্রুপের সক্রিয় সদস্য।
মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজঘাট ১৪নং ব্রিজসংলগ্ন পাহাড়ি এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।
কক্সবাজার র্যাব- ১৫-এর অধিন টেকনাফ সিপিসি ১-এর অপারেশন কমান্ডার এএসপি বিমল চন্দ্র কর্মকার জানান, টেকনাফে দায়িত্বরত র্যাব-১৫ (সিপিসি-১) সদস্যরা গোপন সংবাদে জানতে পারে হ্নীলা দমদমিয়া সেন্টমার্টিন কেয়ারী জাহাজঘাট পাহাড়ি এলাকায় অপরাধ সংঘটিত করার জন্য একদল ডাকাত অবস্থান নিয়েছে।
সেই তথ্যানুযায়ী র্যাবের একটি চৌকস দল অভিযানে যায়। এর পর ডাকাত দলের সদস্যরা র্যােবের উপস্থিতি টের পেরে গুলিবর্ষণ করে। আত্মরক্ষার্থে র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয়পক্ষের গোলাগুলি থেমে যাওয়ার পর র্যাব সদস্যরা গুলিবিদ্ধ হয়ে পড়ে থাকা এক ডাকাতকে উদ্ধার করে টেকনাফ হাসপাতালে নিয়ে যায়। সেখানে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে ঘটনাস্থল তল্লাশি করে দেশীয় তৈরি দুটি এলজি, ৫ রাউন্ড তাজা গুলি উদ্ধার করে র্যাব। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহত রশিদউল্লাহ পাহাড়ে লুকিয়ে থাকা ডাকাত দল খালেক গ্রুপের সক্রিয় সদস্য বলে জানান র্যাবের ওই কর্মকর্তা।
চস/আজহার