spot_img

৪ঠা কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
২০শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চোরাই সেগুন কাটসহ কভার্ডভ্যান আটক সীতাকুণ্ডে

সীতাকুণ্ডে চোরাই সেগুন কাঠসহ একটি কভার্ডভ্যান আটক করেছে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশন চট্টগ্রাম উত্তর বন বিভাগ। আজ শনিবার (৮ আগষ্ট) ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের বন কর্মকর্তারা মাদামবিবিরহাট এলাকা থেকে তিনশ ঘনফুট সেগুনকাঠ বোঝায় কাভার্ডভ্যানটি আটক করে। কাভার্ডভ্যানটিতে অনুমানিক ৬ লাখ টাকার চোরাই সেগুন কাঠ ছিল বলে জানায় বন কর্মকতা।

জানা গেছে, চট্টগ্রাম শহর থেকে চোরাই সেগুন কাঠ বোঝায় করে ঢাকার দিকে যাচ্ছিল (ঢাকা মেট্রো ট ২২২৭০০) একটি কভার্ডভ্যান। এমন একটি গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ ও মনিরুল করিম (ফরেস্টার) স্টেশনের অন্যান্য সহযোগী কর্মকর্তারাসহ কাঠ বোঝাই কভার্ডভ্যানটি মাদামবিবির হাট ফরেস্ট অফিসের সামনে থামানোর সংকেত দিলে সংকেত অমান্য করে দ্রুত গতিতে গাড়িটি পালিয়ে যেতে থাকে। এক পর্যায়ে বন কর্মকর্তারা আরেকটি গাড়ি নিয়ে কভ্যার্ডভ্যানের পিছনে ধাওয়া করে কদমরসুল এলাকায় গিয়ে আটক করা হয়। এরপর গাড়িটি মাদামবিবিরহাট ফরেস্ট অফিসে নিয়ে আসে।

এ বিষয়ে বন আইনে মামলা দায়ের হয়েছে বলে জানিয়েছেন ফৌজদারহাট বিট-কাম-চেক ষ্টেশনের ষ্টেশন কর্মকর্তা নাসির উদ্দিন আহমেদ।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss