বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক আকরাম খানের বোন এবং জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের ফুফু নাজমা খাতুন আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বুধবার (২৬ আগস্ট) চট্টগ্রামের একটি বেসরকারি ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন।
নগরের হালিশহর নিবাসী গাউসিয়া সুইটস ও বেকারীর স্বত্বাধিকারী এবং গাউসিয়া দরবারের গদিনীশীন শাহজাদা সৈয়দ মোহাম্মদ সালাউদ্দিনের সহধর্মিনী ছিলেন নাজমা খাতুন।
বুধবার বাদ আসর হালিশহর চুনা ফ্যাক্টরি মোড়ের গাউসিয়া দরবার জামে মসজিদে তার নামাযে জানাযা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।
চস/স