চট্টগ্রামের বাঁশখালী উপজেলা সরলের কাহারঘোনায় শীলকুপের সিকদার দোকান এলাকায় ফ্রিজ ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পর্শে এক মেকানিকের মৃত্যু হয়েছে। শনিবার রাতে এ ঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলা সদরে জলদীতে ইলেকট্রনিক দোকানে মেকানিকের কাজ করা মোহাম্মদ কাসেম (৩৫) শীলকুপ ইউনিয়নের সিকদার দোকান এলাকায় একটি ফ্রিজ ঠিক করার সময় বিদ্যুৎস্পর্শ হয়।
আরো পড়ুন: কক্সবাজারে অজ্ঞাতনামা মরদেহ উদ্ধার
সেখানে অসুস্থ হয়ে পড়লে লোকজন তাকে উদ্ধার করে দ্রুত শনিবার রাত ৮টা ৪০ মিনিটে বাঁশখালী হাসপাতালে নিয়ে আসলে তার মৃত্যু নিশ্চিত হয়।
তিনি বৈলছড়ি ইউনিয়নের ৬নং ওয়ার্ডের চেচুরিয়া গ্রামের মৃত নুরুল আমিন প্রকাশ সোনা মিয়ার ছেলে।
এ ব্যাপারে বাঁশখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম মজুমদার জানান, তারা এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।
চস/স