spot_img

২৯শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৩ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চট্টগ্রামে মৃত্যুহীন দিনে নতুন করে আক্রান্ত ৭৬ জন

চট্টগ্রামে আরো ৭৬ জনের জনের করোনাভাইরাস সংক্রমণ পাওয়া গেছে। তাদের মধ্যে মহানগরীর বাসিন্দা ৬৩ জন। বাকি ১৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। গত চব্বিশ ঘণ্টায় করোনায় কোন মৃত্যু নেই। তবে মৃত্যুহীন দিনে আক্রান্ত ১৮ হাজার ছাড়িয়ে গেছে। বুধবার সকালে

চট্টগ্রাম সিভিল সার্জন অফিস থেকে জানানো হয় চব্বিশ ঘণ্টায় ১১২০ জনের নমুনা পরীক্ষা করে ৭৬ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ল্যাবে ১৩৩ জনের নমুনা পরীক্ষা করে ২৪ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে। ফৌজদারহাটের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় ২৯৪ জনের। সংক্রমণ পাওয়া গেছে ১১জনের। চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে মোট ৪৪৩ জনের নমুনা পরীক্ষা করে ১৭ জনের সংক্রমণ শনাক্ত হয়েছে।

আরো পড়ুন: করোনায় আক্রান্ত নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ

চট্টগ্রাম ভেটেরিনারি বিশ্ববিদ্যালয়ে নমুনা পরীক্ষা হয়েছে ১০৭ জনের। করোনা পজেটিভ পাওয়া গেছে ৭ জনের। কক্সবাজার মেডিকেল কলেজ ল্যাবে মোট ৬৮ জনের নমুনা পরীক্ষা করে ৪ জনের সংক্রমণ পাওয়া যায়। বেসরকারি ইমপেরিয়াল হাসপাতাল ল্যাবে ৭৫ জনের নমুনা পরীক্ষা করে সংক্রমণ শনাক্ত হয়েছে ১৩ জনের। চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যা এখন পর্যন্ত ১৮ হাজার ৭৪ জন। মারা গেছেন ২৮১ জন। সুস্থ ১৪ হাজার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss