কক্সবাজারের টেকনাফ হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইল নামক নাটমুড়াপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫ হাজার ইয়াবা ট্যাবলেটসহ দুই যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা।
তারা হলেন, কক্সবাজার ঝিলংজা সওদাগরপাড়া এলাকার মৃত আব্দুস শুক্কুরের ছেলে মো. হোছেন (৩০) ও খরুলিয়া চেয়ারম্যান পাড়া এলাকার হাবিবুল্লাহ’র ছেলে আনসারুল ইসলাম (২৪)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১৫ এর সহকারি পুলিশ সুপার আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী এক মেইল বার্তায় এই তথ্য জানান।
মেইল বার্তায় জানানো হয়েছে, মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) রাতে টেকনাফ-কক্সবাজার রোডের হ্নীলা ইউপিস্থ ফুলের ডেইলের পূর্ব পার্শ্বের পাঁকা রাস্তার উপর চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। তল্লাশীর একপর্যায়ে একটি সিএনজি চেকপোষ্ট এর কাছে আসলে, র্যাব সদস্যদের উপস্থিতি দেখে দুইজন লোক উক্ত সিএনজি থেকে নেমে দৌড়ে পালানোর চেষ্টাকালে তাদের আটক করা হয়েছে।
আরো পড়ুন: টেকনাফে সাড়ে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার
আটকের পর তাদের দেহ তল্লাশী করে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট কক্সবাজার জেলার টেকনাফ ও উখিয়া সীমান্তবর্তী এলাকা থেকে সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে।
চস/স