খাগড়াছড়িতে প্রতিবন্ধী নারীকে ধর্ষণের ঘটনায় সাতজনকে গ্রেফতার করেছে পুলিশ। চট্টগ্রামের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। অভিযুক্ত আরো দুইজনকে গ্রেফতারে এখনো অভিযান চালাচ্ছে পুলিশ।
গত বুধবার রাতে নয়জনের একটি ডাকাত দল বলপেইয়া আদাম এলাকায় একটি বাড়িতে ঢুকে পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে লুটপাট চালায়। পরে, প্রতিবন্ধী নারীকে পাশের একটি কক্ষে নিয়ে ধর্ষণ করে ডাকাতরা। এ সময় তারা বাড়ির আলমারি, ওয়ারড্রোব ঘেটে তিন ভরি স্বর্ণ, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে বাইরে থেকে ঘর আটকে দিয়ে পালিয়ে যায়।
আরো পড়ুন: চট্টগ্রাম বিডি সিফুডে অগ্নিকাণ্ড
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালের দিকে গৃহকর্ত্রীর চিৎকারে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে।
খাগড়াছড়ি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. গোলাম আবছার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় নির্যাতনের শিকার ওই নারীর মা বাদী হয়ে অজ্ঞাত নয়জনকে আসামি করে বৃহস্পতিবার দুপুরে থানায় মামলা করেন।
চস/স