চট্টগ্রাম মহানগরীর হালিশহর থানার এ ব্লক এলাকায় এক ব্যাক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করেছে সন্ত্রাসীরা। নিহত ব্যাক্তির নাম মিজানুর রহমান লিটন (৫২)।
আজ বৃহস্পতিবার ভোরে হালিশহর থানা পুলিশ তার লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। পুলিশের ধারণা গভীর রাতে তাকে হত্যা করে লাশ ফেলে গেছে।
নিহত লিটন বরিশালের ঝালকাটি জেলার নলছিটি থানার শারদল গ্রামের এমএ আব্দুল লতিফের ছেলে।
হালিশহর থানার সাব ইন্সপেক্টর মো. সাহেদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ভোরে খবর পেয়ে হালিশহর এ ব্লক এলাকা থেকে লিটন নামে এক ব্যাক্তির লাশ উদ্ধার করেছি। তাকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। তার শরীরের বুকের একপাশে ও হাতে ছুরিকাঘাতের দাগ রয়েছে।
তবে কে বা কারা কি কারণে লিটনকে হত্যা করেছে তা এখনো জানা যায়নি। এ ব্যাপারে তদন্ত চলছে।
চস/আজহার