দেশে করোনায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট মৃত্যু ২৯ হাজার ছাড়িয়ে গেল। গত এগারো সপ্তাহে ১ হাজার মানুষের মৃত্যু হয়েছে করোনায়।
স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, বৃহস্পতিবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২৭ হাজারের বেশি নমুনা পরীক্ষা করে ১৫১৬ জনের শরীরে করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়ে।
গত ২৪ ঘণ্টায় মৃত ১০ জনকে নিয়ে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে ২৯ হাজার ৫ জনের। এর আগে গত বছরের ৫ ডিসেম্বর মৃত্যু ২৮ হাজার ছাড়িয়েছিল।
নতুন রোগীদের নিয়ে দেশে এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ১৯ লাখ ৩৯ হাজার ৬৫১ জন।
সরকারি হিসাবে এই সময়ে সেরে উঠেছেন ৬ হাজার ৪৫৯ জন। তাদের নিয়ে এই পর্যন্ত ১৭ লাখ ৮৬ হাজার ১৪৬ জন সুস্থ হয়ে উঠলেন।
চস/আজহার