আজ বিশ্ব মা দিবস। দিনটা দুনিয়ার সকল মায়েদের জন্য নিবেদিত। তাই আজকের দিনটা বিশ্বের সকল সন্তানের কাছেই স্পেশাল। কিন্তু এমন দিনে মায়ের কাছে নেই ক্রিকেট সুপারস্টার সাকিব। আইপিএল খেলে ভারত থেকে বাংলাদেশে ফিরে গুলশানের ফোর পয়েন্টস বাই শেরাটনে আছেন এখন ১৪ দিনের কোয়ারেন্টিনে।
হোটেলবন্দী সেই কঠিন সময়ে প্রিয় মাকে স্মরণ করলেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। বিশ্বের সকল মাকে জানালেন শুভেচ্ছা।
নিজের ফেসবুক পেজে মা, স্ত্রী ও সন্তানদের ছবি দিয়ে সাকিব লিখেছেন, ‘সকল মায়ের জীবন হোক সুখের। সব মায়েদের হাসিতে এই পৃথিবী হোক আরও সুন্দর। সবাইকে মা দিবসের শুভেচ্ছা।’
মা, স্ত্রী, ছেলে ও কন্যার ছবি দিয়ে ফেসবুকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছেন তামিম ইকবাল। দেশ সেরা এ ওপেনার লিখেন, ‘সকল মা’য়েদের প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা।‘
নিজের মা, শাশুড়ি, স্ত্রী ও ছেলের ছবি দিয়ে মা দিবসের শুভেচ্ছা জানিয়ে মুশফিকুর রহিম ফেসবুকে লিখেন, ‘সবাইকে সালাম ও মা দিবসের ভালোবাসা এবং শুভেচ্ছা। এ বছরটা একটু ব্যতিক্রম। আমি জানি অনেকেই তাঁর মাকে হারিয়েছেন এই অতিমারীতে, আবার আমাদের অনেকেই ভাগ্যবান যে তাদের মা এখনো পাশে আছেন ছায়া হয়ে। আসুন সবাই যার যার মাকে নিয়ে প্রতিটি মুহূর্ত এমনভাবে কাটাই যেন তাঁরা কেন আমাদের জীবনে গুরুত্বপূর্ণ সেটা একটু হলেও বোঝানো সম্ভব হয়। সব মা’রাই এটার দাবীদার। সবাইকে মা দিবসের শুভেচ্ছা!’
ফেসবুকে মা, শাশুড়ি, স্ত্রী ও সন্তানদের নিয়ে তোলা পারিবারিক ছবি দিয়ে অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদও জানান মা দিবসের শুভেচ্ছা, ‘শুভ মা দিবস। বিশ্বের সকল মাকে জানাই বিশাল এক স্যালুট।’
চস/আজহার