spot_img

৮ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
২৪শে অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ডোপকাণ্ডে ৪ বছর নিষিদ্ধ ক্যারিবীয় ওপেনার ক্যাম্পবেল

ডোপিং আইনের লঙ্ঘন করে চার বছরের জন্য নিষিদ্ধ হলেন ওয়েস্ট ইন্ডিজের বাঁহাতি ওপেনার জন ক্যাম্পবেল। জ্যামাইকার অ্যান্টি ডোপিং কমিশন (জ্যাডকো) দিয়েছে এ শাস্তি। ক্যাম্পবেলের এ নিষেধাজ্ঞার খবরটি জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

ক্যাম্পবেলের শাস্তির ১৮ পৃষ্ঠার রায়ে বলা হয়েছে, কিংস্টনে নিজের বাড়িতে থাকা ক্যাম্পবেল গত এপ্রিলে ডোপ টেস্টের জন্য রক্তের নমুনা দিতে অস্বীকৃতি জানিয়েছেন। পরে তিন সদস্যের স্বতন্ত্র এক কমিটি সার্বিক পর্যালোচনা করে ২৯ বছর বয়সী এ ওপেনারকে চার বছরের নিষেধাজ্ঞা দেন।

ওয়েস্ট ইন্ডিজ জাতীয় দলের হয়ে ২০টি টেস্ট, ছয়টি ওয়ানডে ও দুইটি কুড়ি ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছেন ক্যাম্পবেল। জ্যাডকোর অ্যান্টি ডোপিং নিয়মের ২.৩ অনুচ্ছেদের নিয়ম ভঙ্গ করেছেন ক্যাম্পবেল। নিয়ম না ভাঙার ব্যাপারে স্বপক্ষে কোনো যুক্তি দিতে না পারায় তাকে নিষিদ্ধ করেছে জ্যাডকো।

অবশ্য অক্টোবরে এ শাস্তির সিদ্ধান্ত হলেও, ক্যাম্পবেলের নিষেধাজ্ঞা মূলত বিবেচনা করা হবে চলতি বছরের মে মাস থেকে। অর্থাৎ এই নিষেধাজ্ঞার অধীনে আগামী ২০২৬ সালের মে মাস পর্যন্ত কোনো ধরনের খেলাধুলার জন্য বিবেচিত হবেন না তিনি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss