spot_img

২৭শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১১ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

খেলা ডেস্ক

সর্বশেষ

এশিয়া কাপে ফের ভারত-পাকিস্তান মহারণ আজ

এশিয়া কাপে ফের মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। সুপার ফোর রাউন্ডে আজ রোববার বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে দু’দল।

আসরের প্রথম রাউন্ডে পাকিস্তানকে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই সুপার ফোর নিশ্চিত করে সুরিয়াকুমার যাদবের দল।

আগের পর্বে টস ও ম্যাচ শেষে ভারতীয় খেলোয়াড়রা পাকিস্তানি ক্রিকেটারদের সঙ্গে হাত না মেলানোয় আইসিসির কাছে অভিযোগও গিয়েছিল।

সেই রেশ কাটতে না কাটতেই পুরস্কার মঞ্চ নিয়েও নতুন বিতর্ক—পিটিআই জানিয়েছে, ভারত চ্যাম্পিয়ন হলে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান মহসিন নকভির হাত থেকে ট্রফি নেবেন না ক্রিকেটাররা।

উল্লেখ্য, ঐতিহ্যগতভাবেই পাক-ভারত প্রতিটি ম্যাচ রোমাঞ্চে ভরপুর হয়। এমনকি এশিয়া কাপেও এটি সবচেয়ে বড় ম্যাচ হিসেবে বিবেচিত। ভক্তরাও এই ম্যাচের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss