বাংলাদেশের প্রায় প্রতিটি ম্যাচের পর আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে দলের ব্যাটিং পারফরম্যান্স। বোলাররা নিয়মিতভাবে আশার আলো দেখালেও, ব্যাটারদের ব্যর্থতা সেই আশাকে হতাশায় রূপ দিচ্ছে বারবার। গত এক বছরে কোনো ব্যাটারই ধারাবাহিকতা ধরে রাখতে পারেননি—ফরম্যাট যাই হোক না কেন, বিশেষ করে ওয়ানডেতে। যদিও একই সমস্যার মধ্যেও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সর্বশেষ ওয়ানডে সিরিজ জিতেছিল বাংলাদেশ।
তবে মিরপুরের স্পিন সহায়ক উইকেট থেকে ভিন্ন চট্টগ্রামের বন্দরনগরীর ব্যাটিং সহায়ক পিচেও বদলায়নি চিত্র। ফরম্যাট বদলে টি-টোয়েন্টি হলেও ব্যাটিং ব্যর্থতার ধারা থামাতে পারেনি লিটন দাসের দল। ইতোমধ্যে দুই ম্যাচ হেরে টি-টোয়েন্টি সিরিজ হার নিশ্চিত করেছে বাংলাদেশ। আজ (শুক্রবার) সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামবে তারা—লক্ষ্য একটাই, হোয়াইটওয়াশ এড়ানো।
ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায়। এদিন দলে একাধিক পরিবর্তনের সম্ভাবনা রয়েছে। আগের ম্যাচে ব্যর্থ জাকের আলি অনিক একাদশ থেকে বাদ পড়তে পারেন। তার পরিবর্তে দলে ফিরতে পারেন অলরাউন্ডার শেখ মেহেদী হাসান। ব্যাট হাতে রান পাচ্ছেন না শামীম পাটোয়ারীও; তার স্থলে দেখা যেতে পারে নুরুল হাসান সোহানকে।
পেস আক্রমণে বিশ্রাম দেওয়া হতে পারে তাসকিন আহমেদকে, সুযোগ পেতে পারেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম। এছাড়া ব্যাটিং অর্ডারে পরিবর্তন আনতে তাওহীদ হৃদয়কে বিশ্রাম দিয়ে দলে অন্তর্ভুক্ত করা হতে পারে পারভেজ হোসেন ইমনকে।
সিরিজ বাঁচানোর সুযোগ আর নেই লিটনদের সামনে, তবে হোয়াইটওয়াশ এড়াতে মরিয়া বাংলাদেশ আজ মাঠে নামবে সর্বোচ্চ চেষ্টা নিয়ে।
চস/আজহার


