spot_img

২৮শে পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, সোমবার
১২ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গাজীপুরে মৃত গরুর মাংস বিক্রি করায় কসাইয়ের জেল

মৃত গরুর মাংস বিক্রি করায় গাজীপুরে শ্রীপুরে এক কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার সন্ধ্যা সাড়ে ৫টার দিকে নিজমাওনা গ্রামে এ ঘটনা ঘটে। দণ্ডপ্রাপ্ত বেলাল হোসেন (৪০) ওই গ্রামের মৃত আব্দুল মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয় উজ্জ্বল মিয়ার গোয়াল ঘরে এক লাখ ৬০ হাজার টাকা দামের একটি অস্ট্রেলিয়ান গাভী অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসা দেওয়া হলেও সোমবার ভোর রাতে গাভীটি মারা যায়। পরে উজ্জ্বল মিয়ার শাশুড়ি রহিমা বেগমের মাধ্যমে স্থানীয় কসাই বেলাল হোসেন ১২হাজার ৫০০ টাকায় মরা গরুটি কেনে। ভোর রাতে সেখানের গোয়াল ঘরে জবাই করে কয়েকজনের মাধ্যমে ওই মরা গরুর মাংস বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাসলিমা মোস্তারী জানান, অভিযুক্ত ব্যক্তি তথ্য গেপান করে মৃত গরু জবাই করে স্থানীয় লোকজনের মাঝে মাংস বিক্রি করছিল বলে খবর পাওয়া যায়। পরে ঘটনাস্থলে গিয়ে সত্যতা পাওয়া গেলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ওই কসাইকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss