spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভেজাল গুড় তৈরির দায়ে জরিমানা চার ব্যবসায়ীকে

মানিকগঞ্জের হরিরামপুর উপজেলায় ভেজাল খেজুরের গুড় তৈরির দায়ে চার ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার সকালে উপজেলার বাল্লা ইউনিয়নে অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুল ইসলাম।

বাল্লা ইউনিয়নের বিভিন্ন স্থানে কিছু অসাধু গাছি এক হাঁড়ি খেজুরের রসের সঙ্গে দুই থেকে চার কেজি চিনি, চুন ও খড়ের পানি মিশিয়ে খেজুরের গুড় তৈরি করে আসছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করেন হরিরামপুর উপজেলা নির্বাহী অফিসার।

অভিযানে উপজেলার ঝিটকা সরদার পাড়া গ্রামের লাল খাঁকে ১০ হাজার, হাবিবুর রহমান কে ৫ হাজার, আকেজদ্দিনকে ৫ হাজার এবং বাল্লা গ্রামের রেহেনা বেগমকে সাড়ে ৪ হাজার টাকা করে মোট ২৪ হাজার ৫ শত টাকা জরিমানা ও আদায় করা হয়। সেই সঙ্গে বেশ কিছু ভেজাল গুড় ও পাঁচ হাঁড়ি চিনি মিশ্রিত খেজুরের রস নষ্ট করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম বলেন, মানিকগঞ্জের ঐতিহ্য বহনকারী হাজারি গুড় ও লাল গুড়ের সুনাম অক্ষত রাখতে ভেজাল গুড় তৈরির বিরুদ্ধে আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে সহায়তা করেন হরিরামপুর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং হরিরামপুর থানার এএসআই রুহুল আমিনসহ অন্যান্য পুলিশ সদস্যরা।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss