spot_img

১লা পৌষ, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

নারায়ণগঞ্জে বোমা বিস্ফোরণের সময় ৩ দুর্বৃত্ত আটক

নারায়ণগঞ্জের রেললাইনে বোমা বিস্ফোরণের সময় ৩ নাশকতাকারীকে হাতেনাতে আটক করেছে রেলওয়ে পুলিশ। তারা রেললাইন লক্ষ্য করে হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল বলে জানিয়েছে পুলিশ।

রোববার দুপুরে এ তথ্য জানিয়েছেন নারায়ণগঞ্জ রেলওয়ে পুলিশের উপ পরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান।

আটককরা হলেন- জয়নাল, হাবিবুর রহমান ও হাসান। তারা কোনো রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত কিনা সেটি নিশ্চিত হওয়া যায়নি। আটককদের বিস্তারিত পরিচয় খতিয়ে দেখছে পুলিশ।

এবিষয়ে এসআই মোখলেসুর রহমান জানান, আমরা সকাল থেকে রেল লাইনের বিভিন্ন স্থানে টহল দিচ্ছিলাম। এর মধ্যে কেন্দ্রীয় রেলওয়ে স্টেশনে রেললাইন লক্ষ্য করে ৩ নাশকতাকারী হাতবোমা বিস্ফোরণ ঘটানোর চেষ্টা করছিল। আমরা তাদের হাতেনাতে আটক করেছি। তাদের বিরুদ্ধে নাশকতা, বিস্ফোরক ও দ্রুত বিচার আইনে মামলা প্রক্রিয়াধীন।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss