চট্টগ্রাম সিটি করপোরেশন (চসিক) নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত মেয়র প্রার্থী মুক্তিযোদ্ধা এম রেজাউল করিমের ৩৭ দফা ইশতেহার ঘোষণা করা হয়েছে।
শনিবার (২৩ জানুয়ারি) সকাল ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে তিনি এই ইশতেহার ঘোষণা করেন।
ইশতেহারে রেজাউল করিম চৌধুরী নগরের জলাবদ্ধতা নিরসন, যানজট নিরসন, সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনা, নালা-খাল-নদী থেকে অবৈধ দখলদারদের উচ্ছেদ, বর্জ্য ব্যবস্থাপনাসহ মোট ৩৭টি প্রতিশ্রুতি দেন।
ইশতেহার ঘোষণার সময় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা ড. অনুপম সেন, চবির সাবেক উপাচার্য প্রফেসর আনোয়ারুল আজিম আরিফ, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, ধর্ম বিষয়ক সম্পাদক এডভোকেট সিরাজুল মোস্তফা, নগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সাবেক সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন প্রমুখ।
চস/আজহার