কানাডার প্রবীনতম সংগঠন বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডার বার্ষিক বনভোজন ও চাটগাঁইয়া মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার (১৪ জুলাই) ক্যুইবেক প্রদেশের ট্রয়েস নদীর পাদদেশে উৎসবমুখর পরিবেশে এ বনভোজন ও মিলনমেলা সম্পন্ন হয়।
সমিতির বর্তমান সভাপতি মো: ইলিয়াস এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল আমিন সিকদারের সঞ্চালনায় দিনব্যাপী অনুষ্ঠানসূচীতে ছিলো দেবপ্রিয়া কর রুমা ও অন্যান্য শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। সমিতির প্রবীণতম সদস্য মোহাম্মদ আলী জিন্নাহ’র তত্ত্বাবধানে ছিলো শিশু ও মহিলাদের জন্য বিভিন্ন ধরনের খেলার ইভেন্ট। এতে বিজয়ীদের আকর্ষনীয় পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানের র্যাফেল ড্র পরিচালনা করেন সমিতির সাবেক সভাপতি ইন্জি: এ হেলাল। এতে ৬৫ ইঞ্চি এলজি টিভি, ল্যাপটপ, সাইকেলসহ ২২টি আকর্ষনীয় পুরস্কার ছিলো।
অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নওশাদ চৌধুরী মিটু, আ.স.ম ইসমাইল, মোহাম্মদ আলী জিন্নাহ, মুক্তিযোদ্ধা মো: ইয়াকুব, মো: আবুল কালাম, আফসার উদ্দিন চৌধুরী, মো: জাকির চৌধুরী, দিদারুল মোস্তফা, নিজাম উদ্দিন চৌধুরী, সুশান্ত বড়ুয়া, কাইসুল হক, আরাফাত হোসেন, এম শহিদ, মোস্তফা কামাল ও মো: ইফতিয়ার সাজু।
কানাডার মন্ট্রিয়লে বসবাসরত চট্টগ্রামবাসী ও শুভাকাঙ্ক্ষী যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডার বার্ষিক বনভোজন উদযাপন কমিটি ও কার্যকরী কমিটি ।
উদযাপন কমিটির পক্ষ থেকে বলা হয়, আপনাদের সরব উপস্থিতি বনভোজন অনুষ্ঠানকে করেছে প্রাণবন্ত ও সমৃদ্ধশালী। আয়োজকদের সীমাবদ্ধতা ছিলো, ছিলো অজ্ঞতা। কিন্তু আন্তরিকতা ও ভালোবাসার কোন কমতি ছিলো না। আমরা কৃতজ্ঞতা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আমাদের স্পন্সর ও কো-স্পন্সরদের, যাদের সার্বিক সহযোগিতায় এই বৃহৎ কর্মযজ্ঞ সু-সম্পন্ন করা সম্ভব হয়েছে। ইনশাআল্লাহ আমরা আশা করছি সকলের এই সম্মিলিত প্রয়াস বৃহত্তর চট্টগ্রাম সমিতি ক্যুইবেক কানাডাকে দেশে ও প্রবাসে একটি সফল ও কার্যকর সংগঠন হিসাবে পরিচিতি লাভ করাবে।
চস/স