spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

নিজস্ব প্রতিবেদক

সর্বশেষ

ইসরায়েলি হামলায় লেবাননে ৩ বাংলাদেশি আহত

লেবাননের দক্ষিণাঞ্চল ও রাজধানী বৈরুতে গত এক সপ্তাহের বেশি সময় ধরে বিমান হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। এতে ব্যাপক ক্ষয়ক্ষতির সাথে বাড়ছে হতাহতের সংখ্যা। এ হামলায় ৩ বাংলাদেশিও আহত হয়েছেন।

ইসরায়েলি বাহিনীর হামলায় বাংলাদেশিদের আহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বৈরুতের বাংলাদেশ দূতাবাস। বর্তমানে তারা স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

চলমান পরিস্থিতিতে লেবাননে অবস্থান করা প্রবাসীদের মধ্যে যারা নিরাপদ আশ্রয় খুঁজছেন, তাদের বৈরুতের বাংলাদেশ দূতাবাসের হেল্পলাইন এবং হটলাইনে যোগাযোগ করার অনুরোধ করেছেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত। এক ভিডিও বার্তায় তিনি প্রবাসীদের জন্য বিভিন্ন দিকনির্দেশনা দিয়েছেন।

ইসরাইলি হামলা অব্যাহত থাকায় দেশটিতে অবস্থানরত বাংলাদেশিদের নিরাপদ স্থানে সরে গিয়ে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। এক্ষেত্রে হামলায় ক্ষতিগ্রস্ত এলাকায় অবস্থানকারী বাংলাদেশি নাগরিকদের দূতাবাসের আশ্রয়কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে।

বৈরুতের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব ও দূতালয় প্রধান মোহাম্মদ আনোয়ার হোসাইন বলেন, ‘বৈরুত ও দক্ষিণ পূর্ব লেবাননে যে হামলা হচ্ছে সব মিলিয়ে তিনজন আহত হওয়ার তথ্য আমাদের কাছে আছে। তারা চিকিৎসা নিয়েছেন। দুইজন হাসপাতালে আছেন। একজন বাসায় চিকিৎসা নিয়ে এখন সুস্থ আছেন।’

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss