spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

কাকে বিয়ে করছেন অনির্বাণ!

সিনেমা ও নাটকে চরিত্রের খাতিরে অনেক বারই বিয়ে করতে হয়েছে কলকাতার অভিনেতা অনির্বাণ ভট্টাচার্যকে। তবে এবার আর পর্দায় নয়, বাস্তবেই সাতপাকে বাঁধা পড়তে চলেছেন এই তারকা। টলিপাড়ার অন্দরে কান পাতলে এমন গুঞ্জনই শোনা যাচ্ছে।

কিন্তু কাকে বিয়ে করছেন অভিনেতা? ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, দীর্ঘদিনের বান্ধবী মধুরিমা গোস্বামীর সঙ্গেই নাকি বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অনির্বাণ। আগামী ২৬ নভেম্বর বিয়ের দিন ঠিক করা হয়েছে বলে খবর। যদিও অনির্বাণ নিজে এ নিয়ে মুখ খোলেননি।

অভিনেতার হবু বউ মধুরিমা গোস্বামী অভিনয় জগতের মানুষ। কাজ করেন ছোটপর্দায়। অভিনয়ের সূত্র ধরেই মধুরিমার সঙ্গে অনির্বাণের পরিচয়। বহু নাটকে একসঙ্গে কাজ করেছেন তারা। একসঙ্গে নাটকের প্রযোজনাও করেছেন।

আরো পড়ুন: অভিনয় জগতে পা রাখছেন টেনিস তারকা সানিয়া মির্জা

তবে মন্ত্রোচ্চারণ বা সাতপাক ঘুরে বিয়ে নয়, ২৬ নভেম্বর মধুরিমা-অনির্বাণ আইনি বিয়ে সারছেন বলে খবর। আগামী বৃহস্পতিবার সল্টলেকে ন্যাশনাল মাইম ইনস্টিটিউটে ছোট্ট এবং ঘরোয়া আয়োজনের মধ্যে দিয়ে হবে বিয়ের অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন দুই পরিবারের ঘনিষ্ঠরা।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss