spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

গাঁজাসহ গ্রেপ্তার বলিউড তারকা ভারতী সিং

বলিউডের কমেডি কুইন নামে পরিচিত ভারতী সিংকে গাঁজাসহ গ্রেপ্তার করেছেন মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর সদস্যরা।

শনিবার মুম্বাইয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরোর অফিসে দীর্ঘ সময় ধরে ভারতী ও তার স্বামী হর্ষ লিম্বাচিয়াকে জেরা করেন গোয়েন্দারা। দুজনেই গাঁজা সেবনের কথা স্বীকার করেছেন। এ সময় তাদের বাড়ি থেকে ৮৬ দশমিক ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। খবর এনডিটিভির।

গোপন সূত্রের খবর পেয়েই ভারতী সিংয়ের আন্ধেরিতে লোখান্ডাওয়া কমপ্লেক্সের ফ্ল্যাটে তল্লাশি চালায় এনসিবির আঞ্চলিক পরিচালক সমীর ওয়াংখেড়ের নেতৃত্বে একটি দল। এ দিন ভারতী সিংয়ের বাড়ি ছাড়াও শহরের আরও তিনটি জায়গায় অভিযান চালানো হয়।

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর থেকে বলিউডে একের পর এক তারকার মাদক কেলেঙ্কারি প্রকাশ্যে এসেছে। সেই যোগসূত্র ধরে তদন্ত এগিয়ে নিয়ে যেতে তালিকায় নতুন সংযোজন ভারতী এবং তার স্বামী হর্ষ লিম্বাচিয়া।যোজন ভারতী এবং তাঁর স্বামী হর্ষ লিম্বাচিয়া। এর আগে মাদকসংক্রান্ত ব্যাপারে অর্জুন রামপালের নামও জড়িয়েছে।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss