spot_img

৮ই অগ্রহায়ণ, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২৩শে নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মৌলানা মুফতি আনাসকে বিয়ে করলেন সানা

অভিনেত্রী সানা খান ধর্মের টানে মিডিয়া ছাড়ার ঘোষণা দেন গেলো অক্টোবরে। সাবেক এই ‘বিগ বস’ প্রতিযোগী এবার গুজরাতের মৌলানা মুফতি আনাসকে বিয়ে করলেন সানা।

শুক্রবার সানার বিয়ের খবরে অনেকেই অবাক হয়েছেন। এদিন পরিবারের সদস্যদের উপস্থিতিতে সুরাটে ঘরোয়া অনুষ্ঠানের মাধ্যমে বিয়ে সারেন সানা খান। খবর জি নিউজের।

বিয়ের অনুষ্ঠানে সানাকে সাদা গাউন, সঙ্গে হিজাব পরেছিলেন। এ সময় মৌলানা মুফতি আনাসকে সাদা কুর্তা-পাজামা পরেছিলেন।
জানা গেছে, মুফতি আনাস একজন আলেম।

এর আগে অভিনেত্রী সানা খান গত অক্টোবরে বিনোদন দুনিয়া ছাড়ার ঘোষণা দেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছিলেন, বিনোদন দুনিয়াকে বিদায় জানাচ্ছি আমি। এই তারকা জীবনযাত্রা থেকে আমি সবসময়ের মত দূরে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানবতার সেবা করতে আমি আমার স্রষ্টার আদেশ অনুসরণ করার সংকল্প করেছি। সব ভাই-বোনকে অনুরোধ করছি আমার জন্য দোয়া করবেন। আল্লাহর আমার অনুশোচনা কবুল করুন এবং আমার সৃষ্টিকর্তার হুকুম মেনে মানবতার সেবায় জীবন কাটানোর দৃঢ় সংকল্প করেছি। সৃষ্টিকর্তা আমায় বেঁচে থাকার সত্যিকারের উদ্দেশ্য দান করুন এবং আমাকে এই কাজ করার জন্য অধ্যবসায় দান করুন।

আরো পড়ুন: গাঁজাসহ গ্রেপ্তার বলিউড তারকা ভারতী সিং

তিনি আরও লিখেন, পরিশেষে, সব ভাই-বোনদের অনুরোধ করছি, এখন থেকে কোনও বিনোদন ক্ষেত্রের কোনও বিষয় নিয়ে আমার সঙ্গে কেউ কথা বলতে আসবেন না।

Latest Posts

spot_imgspot_img

Don't Miss