২৫ বছর বয়সী দুয়া লিপার ভার্চুয়াল কনসার্ট উপভোগ করেছে ৫০ লাখেরও বেশি দর্শক। ভার্চুয়াল লাইভ স্ট্রিমিংয়ে এখন অব্দি এটাই রেকর্ড। -রোলিং স্টোনের খবর
দুয়া লিপার ম্যানেজমেন্ট কোম্পানি ট্যাপ মিউজিক করোনার মধ্যে ভার্চুয়ালি সংগীত আয়োজনের উদ্যোগ নেয়।
কনসার্ট শুরুর আগেই আড়াই লাখের বেশি টিকেট বিক্রি হয়েছিল। আর প্রযুক্তি প্ল্যাটফর্ম লাইভ-নাউ লাইভ এই কনসার্টটি রেকর্ড করা অনুষ্ঠান হিসেবে দেখানোর জন্য টিকেট বিক্রি করছে। ফলে এই আয়োজনের দর্শক আরও বাড়বে।
২৭ নভেম্বর আয়োজিত এ কনসার্টে দুয়া লিপার সঙ্গে আরো যোগ দেন কাইলি মিনোগ, মাইলি সাইরাস ও এলটন জন।
টুইটারে এ কনসার্ট সম্পর্কে দুয়া লিপা জানান, “শুক্রবার রাতে সারা বিশ্বের ৫ লাখের বেশি মানুষ ‘স্টুডিও ২০৫৪’ কনসার্টটি দেখেছেন। আমি এতে অনেক আবেগাপ্লুত হয়েছি। কনসার্ট দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।”
চস/স