spot_img

৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ, রবিবার
১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ভার্চুয়াল লাইভ স্ট্রিমিংয়ের রেকর্ড গড়লেন দুয়া লিপা

২৫ বছর বয়সী দুয়া লিপার ভার্চুয়াল কনসার্ট উপভোগ করেছে ৫০ লাখেরও বেশি দর্শক। ভার্চুয়াল লাইভ স্ট্রিমিংয়ে এখন অব্দি এটাই রেকর্ড। -রোলিং স্টোনের খবর

দুয়া লিপার ম্যানেজমেন্ট কোম্পানি ট্যাপ মিউজিক করোনার মধ্যে ভার্চুয়ালি সংগীত আয়োজনের উদ্যোগ নেয়।

কনসার্ট শুরুর আগেই আড়াই লাখের বেশি টিকেট বিক্রি হয়েছিল। আর প্রযুক্তি প্ল্যাটফর্ম লাইভ-নাউ লাইভ এই কনসার্টটি রেকর্ড করা অনুষ্ঠান হিসেবে দেখানোর জন্য টিকেট বিক্রি করছে। ফলে এই আয়োজনের দর্শক আরও বাড়বে।

২৭ নভেম্বর আয়োজিত এ কনসার্টে দুয়া লিপার সঙ্গে আরো যোগ দেন কাইলি মিনোগ, মাইলি সাইরাস ও এলটন জন।

টুইটারে এ কনসার্ট সম্পর্কে দুয়া লিপা জানান, “শুক্রবার রাতে সারা বিশ্বের ৫ লাখের বেশি মানুষ ‘স্টুডিও ২০৫৪’ কনসার্টটি দেখেছেন। আমি এতে অনেক আবেগাপ্লুত হয়েছি। কনসার্ট দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ।”

চস/স

 

 

Latest Posts

spot_imgspot_img

Don't Miss