spot_img

১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মাদ্রিদে সেরা অভিনেত্রীর খেতাব জিতলেন জয়া

মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিদেশি ভাষার চলচ্চিত্রে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে পুরস্কার জিতেছেন বাংলাদেশের জয়া আহসান। কলকাতার সিনেমা ‘রবিবার’- এ অভিনয়ের জন্য এই স্বীকৃতি পেয়েছেন জয়া।

অতনু ঘোষের পরিচালনায় পশ্চিমবঙ্গের এ সিনেমায় প্রথমবারের মতো জুটি বেঁধে প্রসেনজিৎ-জয়া কাজ করেছিলেন।

‘রবিবার’ সিনেমার পরিচালককে শুভেচ্ছা জানিয়ে ইন্সটাগ্রামে জয়া একটি স্ট্যাটাস দিয়েছেন।

তিনি লেখেন, ‘মাদ্রিদ আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব ২০২০–এ ‘রবিবার’ ছবির মুকুটে দুটো পালক যুক্ত হলো। সেরা চিত্রনাট্যের পুরস্কার পেলেন এ ছবির পরিচালক অতনু ঘোষ। এই দুঃসময়ে আমাদের সবার জন্য কী একটা দারুণ সুখবর নিয়ে এলে অতনুদা! অনেক অভিনন্দন তোমাকে, অনেক অনেক ভালোবাসা।’

পরিচালক অতনুকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেন, ‘বিদেশি চলচ্চিত্রে সেরা নারী অভিনয়শিল্পীর পুরস্কার দেওয়া হয়েছে আমাকে। এত এত ছবি আর বাঘা বাঘা অভিনয়শিল্পীর মধ্যে আমার ভাগ্যেই যে পুরস্কারটা এল, সিংহভাগ অবদানই তোমার। এমন একটা ছবি তুমি না বানালে, চরিত্রের জন্য আমার ভেতরটা নিংড়ে না আনলে এ সৌভাগ্য কি আমার হতো? ‘রবিবার’র সব শিল্পী আর কুশলীকে আমার হৃদয় নিংড়ানো ভালোবাসা।’

গত বছরের ২৭ ডিসেম্বর মুক্তি পেয়েছিলো ‘রবিবার’ সিনেমাটি, আর বাংলাদেশে এ চলচ্চিত্র মুক্তি পায় ২১ ফেব্রুয়ারি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss