spot_img

২৬শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শনিবার
১১ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

বলিউড তারকা টাইগার শ্রফের জন্মদিন আজ

জনপ্রিয় বলিউড তারকা টাইগার শ্রফের জন্মদিন আজ। ১৯৯০ সালের ২ মার্চ তিনি জন্মগ্রহণ করেন ভারতের মুম্বাই শহরে। বাবা অভিনেত জ্যাকি শ্রফের পথ ধরে তিনিও হাঁটছেন শোবিজের রঙিন দুনিয়ায়। এরইমধ্যে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন নতুন প্রজন্মের সেরা নায়কদের একজন হিসেবে।

নিজের জন্মদিনে ভক্তদের জন্য সুখবর নিয়ে এলেন টাইগার। আসছে ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ব্লকবাস্টার সিনেমা ‘ওয়ার’-এর সিক্যুয়েল। এখানেও দর্শক মাতাতে হাজির হবেন টাইগার।

যশরাজ ফিল্মসের ব্যানারের এই সিক্যুয়েলেও থাকবে আরও অনেক চমক। দেখা মিলতে পারে হৃতিক রোশনেরও। সেই আভাস দিলেন টাইগারই।

সম্প্রতি গণমাধ্যমে টাইগার বলেন, ‘সিনেমা জগতে ‘ওয়ার’ আমাকে অন্য মাত্রায় নিয়ে গেছে। হৃতিক স্যারের মতো অসাধারণ মানুষের সাথে একই সিনেমায় কাজ করার অন্যরকম অনুভূতিও দিয়েছে। আমার পুরো জীবনের অনুপ্রেরণা তিনি। তার সঙ্গে হয়তো আবারও কাজের সুযোগ পাবে।’

‘বর্তমানে যারা বলিউডে রয়েছেন তাদের সকলের মাঝেই কাজের স্পৃহা দেখা যায়। আমি আমার সিনেমা জগতের ৬ বছর উপভোগ করছি। নিজেকে আরও কঠোর পরিশ্রমী করে গড়ে তোলার চেষ্টায় আছি’- যোগ করেন জ্যাকি শ্রফের পুত্র।

প্রসঙ্গত, চলতি বছর বেশ কিছু সিনেমা নিয়ে ব্যস্ত সময় পার করছেন টাইগার শ্রফ। মাসখানেকের মাঝেই ‘হিরোপান্থি টু’ এবং ‘বাঘি ফোর’ সিনেমার শুটিং শুরু করবেন তিনি। তবে ‘ওয়ার টু’- এর শুটিং কবে নাগাদ হবে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss