spot_img

২৬শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, মঙ্গলবার
১১ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৫ সিজনেই শেষ হচ্ছে ‘মানি হেইস্ট’

টিভি সিরিজ প্রেমীদের কাছে নেটফ্লিক্সের ‘মানি হেইস্ট’ জনপ্রিয় এক নাম। প্রতি সিজন শেষে দর্শকরা অপেক্ষায় থাকে পরবর্তীটির। সেই অপেক্ষা শেষ হচ্ছে শিগগিরই। নেটিফ্লিক্সের পর্দায় সিজন ৫ মুক্তি পাচ্ছে এ বছরই।

দুটি অংশে মুক্তি পাবে ‘মানি হেইস্ট’-এর সিজন ৫। প্রথম ভাগ দেখা যাবে ৩ সেপ্টেম্বর। আর দ্বিতীয়টি পাওয়া যাবে ৩ ডিসেম্বর।

স্প্যানিশ সিরিজ ‘মানি হেইস্ট’-এর গত সিরিজগুলো তুমুল জনপ্রিয় হয়েছে। সবার মুখে মুখে এর ‘বেলা চাও’ গানটি। প্রফেসর আর তার টিমকে দেখে মুগ্ধ হয়েছেন সবাই। বিপুল এই জনপ্রিয়তার কথা মাথায় রেখেই এই সিরিজের নতুন পর্ব ফিরিয়ে আনার সিদ্ধান্ত নিয়েছে নেটফ্লিক্স।

নেটফ্লিক্সের টুইটার অ্যাকাউন্টে সিরিজের একটি প্রমো শেয়ার করে সিজন ৫ মুক্তির ঘোষণা দেওয়া হয়। ‘মানি হেইস্ট’-এর গল্পের বিষয়বস্তু, অভিনয় ও মিউজিকের ব্যবহারের কারণেই দর্শকদের মধ্যে এত জনপ্রিয় হয়ে উঠেছিল।

ইংরেজির পর সবচেয়ে বেশি দেখা ওয়েব সিরিজ ‘মানি হেইস্ট’। স্প্যানিশ টিভিতে ২০১৭ সালে প্রথম প্রচারিত হয়েছিল এটি। তখন ৪.৩ মিলিয়ন মানুষ দেখেছেন। দর্শকদের জনপ্রিয়তার কথা মাথায় রেখেই দ্বিতীয় পর্ব আনার কথা ভেবেছিলেন নির্মাতারা। আর এখন তার পঞ্চম সিজন মুক্তি পেতে যাচ্ছে।

আরো পড়ুন: আজ প্রখ্যাত অভিনেতা হুমায়ুন ফরিদীর জন্মদিন

টিভি সিরিজের ১৫টি পর্বকে ভেঙে ২২টি করা হয়। ফ্রান্স, ইতালি, চিন, পর্তুগাল, ব্রাজিল ও অস্ট্রেলিয়ার নেটফ্লিক্সের সবচেয়ে জনপ্রিয় সিরিজ এই ‘মানি হেইস্ট’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss