spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সিজার অ্যাওয়ার্ডে সেরা ছবি ‘লস্ট ইলিউশনস’

ফরাসি ছবির সেরা পুরস্কার হিসেবে বিবেচিত হয় সিজার। শুক্রবার (২৫ ফেব্রুয়ারি) রাতে প্যারিসে সিজার অ্যাওয়ার্ড ২০২২-এ সেরা ছবি হিসেবে বিজয়ী হয়েছে জাভিয়ার গিয়ানোলির ‘লস্ট ইলিউশনস’।

২ ঘণ্টা ২৪ মিনিটের এই ছবিতে দেখানো হয়েছে, ১৮২১ সালে লুসিয়েন ডি রুবেমপ্রে নামের এক আদর্শবাদী তরুণ লেখক প্যারিসে আসেন। তার স্বপ্ন থাকে উপন্যাস লিখে খ্যাত অর্জনের। তবে সৃষ্টিশীল কাজের বদলে জড়িয়ে যান সাংবাদিকতায়। পরবর্তীতে সম্পাদকের পরামর্শে তিনি ঘুষের বিনিময়ে রেভ থিয়েটারের রিভিউ লেখা শুরু করেন। বস্তুগত সাফল্য অর্জন করতে গিয়ে তাকে বিবেক বিসর্জন দিতে হয়।

চলতি বছরের সিজারে সবচেয়ে এগিয়ে আছে ‘লস্ট ইলিউশনস’ ছবিটি। ১৫টি মনোনয়ন পেয়ে সর্বাধিক ৭টি পুরস্কার জিতে নিয়েছে এই ছবিটি।

সিজারে সেরা পরিচালকের পুরস্কার জিতে নিয়েছেন লিওস কারাক্স। ‘দ্য এনচান্টার’ ছবির জন্য এই পুরস্কার জিতেছেন তিনি। সেরা অভিনেতা হয়েছেন বেনইত মাগিমেল, সেরা অভিনেত্রী ভালেরি লেমেরসিয়ার।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss