spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

সড়ক দুর্ঘটনায় আহত ‘কাঁচা বাদাম’-খ্যাত গায়ক

দুই চাকার মোটর বাইক ছেড়ে শখ করে সদ্য কেনা সেকেন্ড হ্যান্ড চার চাকার গাড়ি চালাতে গিয়ে দুর্ঘটনায় আহত হলেন ‘কাঁচা বাদাম’ খ্যাত ভুবন বাদ্যকর। বর্তমানে তিনি সিউড়ির একটি হাসপাতালে চিকিৎসাধীন। তবে হাসপাতালের চিকিৎসক জানিয়েছেন, ভুবনের আঘাত গুরুতর নয়।

সম্প্রতি একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনেছিলেন ভুবন বাদ্যকর। ওই গাড়ি চালানো শিখতে গিয়েই হঠাৎ একটি দেওয়ালে ধাক্কা লাগে। এতে তার বুকে এবং মুখে আঘাত লেগেছে। ভুবনের বুকের এক্স-রে করানো হচ্ছে বলে জানিয়েছে হাসপাতাল। ভুবন জানান, বাদাম বিক্রি ছেড়ে দিয়েছেন। এখন থেকে গানেই মনোনিবেশ করবেন তিনি।

বাদাম গানের কপিরাইট কেনা গোধূলি বেলা মিউজিক সংস্থার পক্ষ থেকে তার হাতে দেড় লাখ টাকার চেক তুলে দেওয়া হয়। সংস্থার পক্ষ থেকে বলা হয়েছে, সামনে আরও দেড় লাখ টাকা তুলে দেওয়া হবে তার হাতে। উল্লেখ্য, ওপার বাংলার বীরভূমের সাধারণ বাদাম বিক্রেতা ভুবন সম্প্রতি ‘কাঁচা বাদাম’ গান গেয়ে রাতারাতি তারকা বনে গেছেন।

সূত্র : আনন্দবাজার পত্রিকা।

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss