spot_img

২৭শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বুধবার
১২ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

চলে গেলেন অস্কার বিজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট

অস্কারজয়ী অভিনেতা উইলিয়াম হার্ট আর নেই। রবিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭১ বছর। সিএনএনকে এ তথ্য নিশ্চিত করেছেন হার্টের বন্ধু গেরি বাইর্ন।

অভিনেতার পরিবারের পক্ষ থেকে এক বার্তায় বলা হয়েছে, অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ভালোবাসার বাবা, অস্কারজয়ী অভিনেতা ইউলিয়াম হার্ট আমাদের চিরতরে ছেড়ে গেছেন। তার ৭২ তম জন্মদিনের এক সপ্তাহ আগে ১৩ মার্চ তিনি না ফেরার দেশে চলে গেলেন।

২০১৮ সালে বিশ্বজয়ী এই অভিনেতার প্রোস্টেট ক্যান্সার ধরা পড়েছিল। তবে মৃত্যুর কারণ সম্পর্কে সুস্পষ্ট করে হার্টের পরিবার কিছু বলেনি। তারা বলছে, পরিবারের সান্নিধ্যে, শান্তিতে ও স্বাভাবিকভাবেই মৃত্যু হয়েছে হার্টের।

হার্ট ৮০ এর দশকে ক্লাসিক চলচ্চিত্র ‘বডি হিট’, ‘চিলড্রেন অব এ লেসার গড’, ‘ব্রডকাস্ট নিউজ’ এবং ‘দ্য বিগ চিল’সহ নানা ছবিতে অভিনয় করেছেন।

১৯৮৫ সালের সিনেমা ‘কিস অব দ্য স্পাইডার ওমেন’ ছবিতে অভিনয় করে অস্কার পান উইলিয়াম হার্ট। পাশাপাশি সেরা অভিনেতার জন্য ‘বিএএফটিএ ফিল্ম অ্যাওয়ার্ড’ অর্জন করেন।

সম্প্রতি তিনি মার্ভেলের ছবি- ‘দ্য ইনক্রেডিবল হাল্ক‘, ‘ক্যাপ্টেন আমেরিকা: সিভিল ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: ইনফিনিটি ওয়ার,’ ‘অ্যাভেঞ্জারস: এন্ডগেম’ এবং ‘ব্ল্যাক উইডো’তে কাজ করেছেন। সূত্র : সিএনএন

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss