spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

৯৪তম অস্কারে বিজয়ী হলেন যারা

বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ আয়োজন অস্কারের ৯৪তম আসরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হলো। এবার সেরা চলচ্চিত্র হয়েছে ওটিটি প্ল্যাটফর্ম অ্যাপল টিভি প্লাসের ‘কোডা’।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলসে হলিউডের ডলবি থিয়েটারে রবিবার ২৭ মার্চ রাতে (বাংলাদেশ সময় সোমবার ২৮ মার্চ সকাল) অনুষ্ঠিত হয় ৯৪তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস অনুষ্ঠান। সেরা চলচ্চিত্র ও শিল্পী-কুশলীদের নাম ঘোষণা করেন এবং পুরস্কার তুলে দেন তারকারা।

আরো পড়ুন:

অস্কার ২০২২: সেরা ছবি ‘কোডা’

অস্কার ২০২২: সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র জাপানের ‘ড্রাইভ মাই কার’

এবার ২৩টি বিভাগে পুরস্কার প্রদান করেছে অ্যাকাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস।

জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানটি সঞ্চালনা করেছেন আমেরিকান অভিনেত্রী ওয়ান্ডা সাইকস, অ্যামি শুমার ও রেজিনা হল। এবিসি টেলিভিশন চ্যানেলের মাধ্যমে বাংলাদেশসহ বিশ্বের ২০০টির বেশি দেশে সরাসরি সম্প্রচারিত হয় এই আয়োজন।

৯৪তম অস্কারের বিজয়ী তালিকা

সেরা চলচ্চিত্র: কোডা

সেরা অভিনেতা: উইল স্মিথ (কিং রিচার্ড)

সেরা অভিনেত্রী: জেসিকা চ্যাস্টেইন (দ্য আইস অব টেমি ফেই)

সেরা পার্শ্ব-অভিনেতা: ট্রয় কটসার (কোডা)

সেরা পার্শ্ব-অভিনেত্রী: আরিয়ানা ডিবোস (ওয়েস্ট সাইড স্টোরি)

সেরা পরিচালক: জেন ক্যাম্পিয়ন (দ্য পাওয়ার অব দ্য ডগ)

সেরা মৌলিক চিত্রনাট্য: বেলফাস্ট (কেনেথ ব্রানা)

সেরা অ্যাডাপ্টেড চিত্রনাট্য: কোডা (শন হেডার)

সেরা চিত্রগ্রহণ: ডুন (গ্রেগ ফ্রেজার)

সেরা আন্তর্জাতিক চলচ্চিত্র: ড্রাইভ মাই কার (জাপান)

সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র: এনক্যান্টো (ওয়াল্ট ডিজনি অ্যানিমেশন স্টুডিওস)

সেরা প্রামাণ্যচিত্র: সামার অব সৌল (…অর, হোয়েন দ্য রেভোল্যুশন কুড নট বি টেলিভাইসড)

সেরা পোশাক পরিকল্পনা: ক্রুয়েলা (জেনি বেভান)

সেরা ভিজ্যুয়াল ইফেক্টস: ডুন (পল ল্যাম্বার্ট, ট্রিস্টান মাইলস, ব্রায়ান কনোর, জার্ড নেফজার)

সেরা মৌলিক গান: নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল, ছবি: নো টাইম টু ডাই)

সেরা মৌলিক আবহ সংগীত: ডুন (হ্যান্স জিমার)

সেরা শিল্প নির্দেশনা: ডুন (প্যাট্রিস ভেরমেট, সুজানা সিপোস)

সেরা শব্দ: ডুন (ম্যাক রুথ, মার্ক ম্যাঞ্জিনি, থিও গ্রিন, ডাগ হেম্ফিল, রন বার্টলেট)

সেরা রূপসজ্জা ও চুলসজ্জা: দ্য আইস অব টেমি ফেই (লিন্ডা ডাউডস, স্টেফানি ইনগ্রাম, জাস্টিন র্যালে)

সেরা চলচ্চিত্র সম্পাদনা: ডুন (জো ওয়াকার)

সেরা স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র: দ্য লং গুডবাই (আনেল কারিয়া, রিজ আহমেদ)

সেরা স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র: দ্য কুইন অব বাস্কেটবল (বেন প্রাউডফুট)

সেরা স্বল্পদৈর্ঘ্য অ্যানিমেটেড ছবি: দ্য উইন্ডশিল্ড ওয়াইপার (আলবার্তো মিয়েলগো, লিও সানচেজ)

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss