spot_img

৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ, শুক্রবার
২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মেয়ের নাম প্রকাশ করলেন নিক-প্রিয়াঙ্কা

সারোগেসির মাধ্যমে জানুয়ারি মাসে মেয়ে সন্তানের বাবা-মা হয়েছেন নিক জোনাস এবং প্রিয়াঙ্কা চোপড়া। এবার জানা গেল তাদের সন্তানের নাম। সংস্কৃত এবং ল্যাটিন দুই ভাষার শব্দ মিলিয়ে মেয়ের নাম রাখা হয়েছে মালতী ম্যারি চোপড়া জোনাস।

সংস্কৃত ভাষায় ‘মালতী’ শব্দের অর্থ হল এক রকম সুগন্ধযুক্ত ছোট সাদা ফুল অথবা চাঁদের আলো। ম্যারি শব্দের অর্থ সমুদ্রকে রক্ষা করে যে নারী। অন্যদিকে যিশুর মা মেরিকে ফ্রেঞ্চে ‘ম্যারি’ বলা হয়। সেই সঙ্গে জুড়ে দেয়া হয়েছে বাবা-মায়ের নামের পদবী।

তবে আনুষ্ঠানিকভাবে মেয়ের নাম বা ছবি প্রকাশ্যে আনেননি তারকা প্রিয়াঙ্কা ও নিক। হলিউডের এক জনপ্রিয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে এই নাম। ওই সংবাদমাধ্যম দাবি করেছে, প্রিয়াঙ্কা-নিকের সন্তানের বার্থ সার্টিফিকেটের অনুলিপি থেকেই এই তথ্য পেয়েছে তারা।

সান দিয়াগোর এক হাসপাতালে গত ১৫ই জানুয়ারি জন্ম হয়েছে নিক-প্রিয়াঙ্কার মেয়ের। ২২শে জানুয়ারি যৌথ ইনস্টাগ্রাম পোস্টে সারোগেসির মাধ্যমে সন্তান লাভের খবর প্রকাশ্যে এনেছেন ‘প্রিনিক’ জুটি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss