spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

অ্যাম্বারের বিরুদ্ধে মামলায় জিতলেন জনি ডেপ

সাবেক স্ত্রী অ্যাম্বার হার্ডের বিরুদ্ধে করা মানহানির মামলা জিতেছেন মার্কিন অভিনেতা জনি ডেপ। আদালতের জুরি সদস্যরা জানিয়েছেন, অ্যাম্বার পারিবারিক সহিংসতার যে অভিযোগ জনির বিরুদ্ধে এনেছিলেন, তা মিথ্যা এবং অবমাননাকর। অ্যাম্বারকে ক্ষতিপূরণ হিসেবে একটি বড় অংকের অর্থ দেয়ার জন্য নির্দেশ দিয়েছে আদালত।

পাশাপাশি আদালত জানিয়েছে, জনির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ আনার পিছনে অ্যাম্বারের অসৎ উদ্দেশ্য ছিল। -আনন্দবাজার অনলাইন

২০১৮ সালে জনির বিরুদ্ধে পারিবারিক সহিংসতার অভিযোগ এনেছিলেন তার সাবেক স্ত্রী। এর পরই অভিনেত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন জনি। অভিনেতা মিথ্যা বলছেন দাবি করে পাল্টা মামলা করেন অ্যাম্বারও।

এ জোড়া মামলার শুনানিতে বিস্তর কাদা ছোড়াছুড়ি দেখছে আদালত। উত্তাল ছিল দু’পক্ষের অনুরাগী মহলও। তবে জনির আইনজীবী অ্যাডাম ওয়াল্ডম্যান এক বিবৃতিতে জানিয়েছিলেন, তার মক্কেলের বিরুদ্ধে অ্যাম্বারের আনা পারিবারিক সহিংসতার অভিযোগ ‘ধাপ্পাবাজি’ ছাড়া আর কিছু নয়। এ বিবৃতিকেও অবমাননা বলে উল্লেখ করে জনির আইনজীবীকেও প্রায় সাড়ে ১৫ কোটি টাকার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়া হয়েছে।

তিন দিন ধরে সাত সদস্যের জুরি প্রায় ১৩ ঘণ্টার উপর আলোচনা করার পর এ সিদ্ধান্তে পৌঁছলেন।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss