spot_img

২৮শে কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, বৃহস্পতিবার
১৩ই নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

মা-বাবার সাথে হজে যাচ্ছেন নায়িকা সালওয়া

’মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮- এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ নায়িকা নিশাত নাওয়ার সালওয়া পবিত্র হজ পালন করতে যাচ্ছেন। আজ (৮ জুন) হজ পালনের জন্য সৌদি আরবের উদ্দেশে রওনা হচ্ছেন এই অভিনেত্রী। তার মা-বাবাও সঙ্গে যাচ্ছেন।

সালওয়া বলেন, ‘আল্লাহর রহমতে মা-বাবার সঙ্গে আমি পবিত্র হজ পালন করতে যাচ্ছি। আল্লাহপাক যেন আমার সব ভালো চাওয়া এবং প্রার্থনা কবুল করেন।’

হজ থেকে ফিরে অভিনয়ে নিয়মিত করবেন কি না? জানতে চাইলে সালওয়া বলেন, ‘অভিনয় কেন ছাড়ব? হজে যাচ্ছি। হজ পালন করে দেশে ফিরব। এরপর যেটা আমার পেশা সেটা তো আমাকে করতেই হবে।’

‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ ২০১৮’-এর চূড়ান্ত প্রতিযোগিতায় প্রথম রানার্স আপ হয়েছিলেন নিশাত নাওয়ার সালওয়া। এরপর তিনি বিজ্ঞাপনে কাজ করেছেন। একাধিক মিউজিক ভিডিওতেও দেখা গেছে তাকে।

এরইমধ্যে ‘স্বপ্নে দেখা রাজকন্যা’ দিয়ে সিনেমায় অভিষেক হয়েছে তার। কিংবদন্তি অভিনেত্রী কবরী পরিচালিত শেষ সিনেমা ‘এই তুমি সেই তুমি’তে কাজ করেছেন সালওয়া।

উল্লেখ্য, মুক্তির অপেক্ষায় রয়েছে সালওয়া অভিনীত আরও দুটি সিনেমা।ইমন ও শান্ত খানের বিপরীতে অভিনয় করা সিনেমা দুটির নাম ‘বীরত্ব’ ও ‘বুবুজান’।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss