কদিন আগে প্রাক্ত স্বামী জনি ডেপের বিরুদ্ধে মামলায় হেরে যাওয়া অ্যাম্বার হার্ড এবার নতুন উদ্যোগ নিলেন। জানা গেছে বই লিখবেন তিনি।
‘টেল অল’ নামের বইটি লেখার জন্য কয়েক মিলিয়ন ডলারের বিনিময়ে চুক্তিবদ্ধ হয়েছেন তিনি।
ওকে ম্যাগাজিনে প্রকাশিত খবরে এক সূত্র জানিয়েছেন, অ্যাম্বার মনে করছেন হলিউডে তার ক্যারিয়ার শেষ। তার হারাবার কিছুই নেই। তাই তার সঙ্গে যা ঘটেছে সেগুলো পাঠকের কাছে পৌঁছে দিতে বই লিখবেন তিনি।
তবে বই লেখার ক্ষেত্রে খুবই সতর্ক থাকতে হবে অ্যাম্বারের, এমনটাই মনে করছেন বিশিষ্ট লেখক ও আইনজীবী ড্রর বাইকেল। ওকে ম্যাগাজিনকে তিনি বলেছেন, জনির আইনজীবীরা বইটি অবশ্যই পড়বেন। অ্যাম্বার যদি সীমা লঙ্ঘন করেন, তাহলে আবারও তার বিরুদ্ধে মানহানি মামলা হতে পারে।
‘পাইরেটস অব দ্য ক্যারিবিয়ান’ অভিনেতা জনি ডেপের বিরুদ্ধে পারিবারিক সহিংসতার মামলা করেন ‘অ্যাকুয়াম্যান’ অভিনেত্রী অ্যাম্বার হার্ড। দীর্ঘ কয়েক বছর মামলাটি চলার পর গত ১ জুন জুরিবোর্ড ডেপের পক্ষে রায় দেয়। সূত্র: হিন্দুস্তান টাইমস
চস/স


