প্রাণে মেরে ফেলবার হুমকি সম্বলিত চিঠি পেলেন অভিনেত্রী স্বরা ভাস্কর। বেনামি চিঠিতে খুনের হুমকি পেয়েছেন এই অভিনেত্রী। এর আগে চিত্রনায়ক সালমান খানও এমন চিঠি পেয়েছিলেন।
স্বরার ভারসোভার বাড়িতে চিঠিটি এসেছে। ‘বীর সাভারকরকে অপমানের ফল ভুগতে হবে’, চিঠিতে এমনই হুমকি পেয়েছেন অভিনেত্রী স্বরা ভাস্কর। চিঠিতে স্বরা ভাস্করকে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়েছে। চিঠির শেষে লেখা রয়েছে ‘ইতি-ইস দেশকা নওজোয়ান’।
ভারসোভা থানায় অভিযোগ জানিয়েছেন স্বরা। মুম্বাই পুলিশ স্বরার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে।
বেশ কিছুদিন আগে সাভারকরকে নিয়ে একাধিক টুইট করেছেন স্বরা। একটি টুইটে তিনি লিখেছেন, ‘ব্রিটিশ সরকারের কাছে ক্ষমা চেয়েছিলেন সাভারকর। জেল থেকে মুক্তি পেতে হাতে-পায়ে ধরেছিলেন, তাকে কি বীর বলা চলে?’
সামাজিক বা অর্থনৈতিক বিষয় নিয়ে সবসময়েই সোচ্চার স্বরা। সাম্প্রতিক উদয়পুর হত্যাকাণ্ডের সমালোচনা করেও টুইট করেছেন অভিনেত্রী।
চস/স


