spot_img

২৫শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, শুক্রবার
১০ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

হলিউড অভিনেত্রী জেন ফন্ডা ক্যানসার আক্রান্ত

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী জেন ফন্ডা। একই সঙ্গে তিনি একজন লেখিকা, রাজনৈতিক কর্মী ও সাবেক ফ্যাশন মডেল ও শরীরচর্চা গুরু। সম্প্রতি তিনি ক্যানসারে আক্রান্ত হয়েছেন। তবে এটি নিয়ে মোটেও চিন্তিত না এ অভিনেত্রী।

এ নিয়ে তিনি বলেন, এটি একটি চিকিত্সাযোগ্য ক্যানসার। এ রোগে আক্রান্ত হয়ে ৮০ শতাংশ মানুষ বেঁচে থাকে, তাই আমি নিজেকে খুব ভাগ্যবান মনে করি। আমি ঠিক করেছি ৬ মাস কেমোথেরাপি নিবো। আর সব চিকিৎসা ভালোভাবে করবো।

তিনি আরও বলেন, আমরা মানব ইতিহাসের সবচেয়ে পরিণতিপূর্ণ সময়ের মধ্য দিয়ে বসবাস করছি। কারণ আমরা এখন যা করি বা না করি তা নির্ধারণ করবে ভবিষ্য কেমন হবে এবং আমি ক্যানসারকে আমাকে সব কিছু ব্যবহার করা থেকে বিরত রাখতে দেব না। ক্যানসার একজন শিক্ষক এবং আমি এটি আমার জন্য ধারণ করা পাঠের প্রতি মনোযোগ দিচ্ছি।

তরুণ পরিবেশকর্মী গ্রেটা থানবার্গের কাছ থেকে অনুপ্রাণিত হয়ে জলবায়ু সংকট সম্পর্কে সচেতনতা বাড়াতে ফন্ডা সক্রিয় হয়েছেন। এরপর ২০১৯ সালে ‘ফায়ার ড্রিল শুক্রবার’ নামে একটি প্রচেষ্টা শুরু করেন।

সূত্র-বিবিসি

 

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss