spot_img

২৭শে আশ্বিন, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
১২ই অক্টোবর, ২০২৫ খ্রিস্টাব্দ

সর্বশেষ

ঢাকায় সালমান-ক্যাটরিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে রোববার (৮ ডিসেম্বর) পর্দা উঠবে বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিবিপিএল)। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে উৎসর্গ করে এবারের টুর্নামেন্টকে দেয়া হয়েছে বিশেষ মর্যাদা।

এরইমধ্যে সব আয়োজন শেষের পথে। মঞ্চও পুরোপুরি প্রস্তুত। এখন বাকি কেবল আনুষ্ঠানিক উদ্বোধনের। উদ্বোধনী আয়োজনে থাকবে কনসার্ট। সেখানে বলিউডের দুই বিখ্যাত তারকা সালমান খান ও ক্যাটরিনা কাইফের পাশাপাশি দেশি তারকারাও পারফর্ম করবেন।

যে কনসার্টের জন্য বিশাল আকৃতির মঞ্চ করা হয়েছে মাঠের পূর্ব প্রান্তে। পাশেই শিল্পীদের জন্য কয়েকটি গ্রিন রুম। মঞ্চের সামনে কয়েক ধাপে দর্শকের বসার ব্যবস্থা। সাজানো হয়েছে মাঠ। গ্যালারির নানা জায়গায় বসানো হয়েছে অস্থায়ী বড় পর্দা।

ইতোমধ্যে ঢাকায় চলে এসেছেন সালমান-ক্যাটরিনা। বাংলাদেশ সময় সকাল সাড়ে ৮টায় যাত্রা শুরু করে সকাল ৯টার আশপাশে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এ দুই তারকা।

বিসিবির সূচি অনুযায়ী, বিকেল ৫টা ২৫ মিনিটে ‘ডিরকস্টার’ খ্যাত শুভর পরিবেশনা দিয়ে শুরু হবে। বিকেল ৫টা ৩৫ মিনিটে পারফর্ম করবেন রেশমি মির্জা, সন্ধ্যা ৬টায় জেমস, ৬টা ৪০ মিনিটে মমতাজ।

প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করার পর হবে আতশবাজি। রাত পৌনে ৮টায় থাকছে সনু নিগমের পরিবেশনা, সাড়ে ৮টায় লেজার শো, ৯টায় গান শোনাবেন কৈলাস খের, সাড়ে ৯টায় থাকছে ক্যাটরিনা কাইফের পারফরম্যান্স, ১০টায় মঞ্চে উঠবেন সালমান খান।

আর এসব আয়োজন সরাসরি সম্প্রচার করবে তিনটি টিভি চ্যানেল। এরা হলো-গাজী টিভি, মাছরাঙা ও নিউজ ২৪। এছাড়া ঢাকা শহরের বিভিন্ন জায়গায় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করেছে বিসিবি।

উল্লেখ্য, উদ্বোধনের পর মাঠের খেলা গড়াবে ১১ ডিসেম্বর। গতবারের মতো এবারও ঢাকার বাইরে খেলা হবে চট্টগ্রাম ও সিলেটে। তবে প্রথম ও শেষ পর্বসহ মাঝের কিছু ম্যাচ মিলিয়ে আয়োজনের সিংহভাগটাই হবে ঢাকাতে।

এ বছর বিপিএলে অংশ নেবে নতুন সাত নতুন দল-ঢাকা প্লাটুন, চট্টগ্রাম চ্যালেঞ্জার্স, রাজশাহী রয়্যালস, সিলেট থান্ডার, কুমিল্লা ওয়ারিয়র্স, রংপুর রেঞ্জার্স ও খুলনা টাইগার্স।

চস/আজহার

Latest Posts

spot_imgspot_img

Don't Miss