উর্বশী রাউটেলা বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ও মডেল। ২০১৫ সালে ভারতীয় এই সুন্দরী মিস ডিভা প্রতিযোগিতায় প্রথম হন এবং মিস ইউনিভার্স এ ভারতীয় হিসেবে অংশগ্রহণ করেন। সিং সাব দ্য গ্রেট দিয়ে অভিনয় শুরু করা এই নায়িকা ইতোমধ্যে ৯টি সিনেমায় অভিনয় করেছেন।

আজ তার নিজের ইনস্টাগ্রামে তিনি একটি বিশেষ জন্মদিনের শুভেচ্ছা বার্তা দিয়েছেন। সেখানে তিনি কি লিখেছেন চলুন দেখা যাক:
“ শুধু আমার জন্য, আজ সূর্যরশ্মি অন্যদিনের চেয়ে উজ্জ্বল ছিল। পৃথিবীর সবচেয়ে বিস্ময়কর মানুষটিকে জানাই #শুভজন্মদিন, যেই মানুষটা আমি নিজে। যারা যারা আমাকে শুভেচ্ছা জানিয়েছেন সবাইকে অনেক ধন্যবাদ। আমার জন্মদিন ছুটির দিন হওয়া উচিৎ।”
চস/জাহেদ