অভিনয়ের ব্যস্ততার মাঝে ছুটি কাটাতে দুবাইয়ে গেছেন দেশের ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। সেখানে গিয়ে টিকটকের প্রধান কার্যালয়ে ঘুরে দেখেছেন তিনি।
বুধবার সামাজিক যোগাযোগ মাধ্যমে সেখানকার বেশ কয়েকটি ছবি প্রকাশ করে নিজের মুগ্ধতার কথা জানিয়েছেন এই তারকা।
টিকটক কার্যালয় ঘোরার ছবি পোস্ট করে অপূর্ব লিখেছেন, এই চমৎকার পরিবেশে আসতে পেরে খুব সম্মানিত বোধ করছি। আমার ছুটি শেষ করার জন্য এটি সেরা মুহুর্ত ছিল।’
কিছুদিন আগেই মুক্তি পেয়েছে অপূর্ব অভিনীত টেলিফিল্ম ‘পথে হলো দেরী’। চলতি বছরে মুক্তি পেতে পারে এই অভিনেতার পশ্চিমবঙ্গের ‘চালচিত্র’ সিনেমা।
চস/আজহার