spot_img

১৭ই কার্তিক, ১৪৩২ বঙ্গাব্দ, রবিবার
২রা নভেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

বিনোদন ডেস্ক

সর্বশেষ

শুটিং সেটে আহত অভিনেত্রী তটিনী

শুটিং সেটে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। রোববার (১১ মে) সন্ধ্যায় চট্টগ্রামে একটি নাটকের শুটিং সেটে এই দুর্ঘটনা ঘটে। তথ্যটি নিশ্চিত করেছেন তারই সহশিল্পী তৌসিফ মাহবুব।

জানা গেছে, চট্টগ্রামে ‘মন মঞ্জিলে’ নামের একটি নাটকের শুটিং চলছিল। শুটিং চলাকালীন মাথায় আঘাত পেয়েছেন তটিনী। দুর্ঘটনার পর হাসপাতালে নেওয়া হয় অভিনেত্রীকে।

তৌসিফ মাহবুব জানান, চট্টগ্রামে ঈদের জন্য একটি নাটকের শুটিং করছিলেন তারা। রোববার সন্ধ্যায় সেটের একটি লাইট স্ট্যান্ড তটিনীর মাথার ওপর পড়ে যায়। এতে আঘাত পেয়েছেন তিনি। সঙ্গে সঙ্গেই তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়, বর্তমানে শঙ্কামুক্ত রয়েছেন তটিনী। শুটিং সেটে দুর্ঘটনার পর অভিনেত্রীকে দ্রুত পাশে অবস্থিত ম্যাক্স হাসপাতালে নেওয়া হয়।

চিকিৎসক জানিয়েছেন, যেহেতু মাথায় চোট লেগেছে, এখন সম্পূর্ণ বিশ্রাম প্রয়োজন। তারা পর্যবেক্ষণে রেখেছেন। কথা বলতে নিষেধ করেছেন অভিনেত্রীকে।

চট্টগ্রামের লেডিস ক্লাবের পাশে এক বাংলোতে ‘মন মঞ্জিলে’ নাটকের শুটিং করছিলেন তটিনী ও তৌসিফ। এ নাটকটি নির্মাণ করছেন হাসিব হোসাইন রাখি।

চস/স

Latest Posts

spot_imgspot_img

Don't Miss